শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১৭:৪৫

হান্নান কবিরাজের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর

মতলবে আমড়া পাড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ১০

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে আমড়া পাড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ১০

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের উপাদী এলাকায় কবিরাজ বাড়ীতে গত ১৪ আগস্ট বুধবার আমড়া পাড়াকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ আহত হয়েছে। আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন- শেফালী বেগম, সিয়াম, কাকুলী আক্তার, জালাল, রোকসানা, রুহুল আমিন, আনোয়ারা বেগম, জরিনা, রুহুল আমিন প্রমুখ।

শেফালী বেগম জানায়, হান্নান কবিরাজের নেতৃত্বে মিজান কবিরাজ, নুর মোহাম্মদ কবিরাজ, ঝরিনা বেগম, রাবেয়া বেগম, জসিম কবিরাজ, শুক্কুর কবিরাজ, শাকিল কবিরাজসহ ১০/১২জন সন্ত্রাসী নিয়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার ছেলে সিয়াম ও মেয়ে কাকুলী আক্তারসহ জালাল ও রোকসানাকে লাঠি সোটা দিয়ে আঘাত করে। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে আমাদেরকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা হাসপাতালে চলে আসলে হান্নান কবিরাজের নেতৃত্বে তারা আমাদের বাড়ী ঘর ভাংচুর করে আমাদের ঘরে থাকা মালামাল ও স্বর্ণালংকার নিয়ে যায়।

একাধিক এলাকাবাসী জানায়, হান্নান কবিরাজের জায়গা বোন ভাগিনাদের না দিয়ে অন্যত্র বিক্রি করার কারণে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই দিন আমড়া পাড়াকে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬জন আহত হয়েছে। হান্নান কবিরাজ এলাকায় বিভিন্ন সময়ে এলাকাবাসীকে হয়রানি করেছে।

রুহুল আমিন কবিরাজ জানান, আমড়া পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা আমাদেরকে মারধর করেছে। আমাদের পক্ষের লোকেরা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ব্যাপারে শেফালী বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে শেফালী বেগম জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়