শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ২২:০৮

ফরিদগঞ্জে ভিজিডির চাল চুরির অভিযোগ নিয়ে তোলপাড়

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ভিজিডির চাল চুরির অভিযোগ নিয়ে তোলপাড়

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল চুরি করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ঘটনা নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও স্থানীয় জনতা রাসেল নামে এক যুবককে পরিষদের অভ্যন্তরে দেখতে পেয়ে ভিতরেই তালাবদ্ধ করে রাখে। আটককৃত যুবক ইউপি চেয়ারম্যানের লোক বলে জানা গেছে। তবে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে চালের বস্তার হিসেব নিতেই ওই যুবকসহ আরো একজন পরিষদের কক্ষে প্রবেশ করেছিল।

জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভিজিডি চালের বস্তার রাখার কক্ষে বৃহষ্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আলো দেখতে পেয়ে উৎসুক লোকজন এগিয়ে গিয়ে ভিতরে লোকের উপস্থিতির টের পায়। তাৎক্ষনিক বিষয়টি ছড়িয়ে পড়লে চাল চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়। পরে ছাত্র সমাজের প্রতিনিধি মো: হাসান ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খান ভিতরে প্রবেশ করে রাসেল নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে যুবককেসহ তলাবদ্ধ করে রাখেন।

এব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খান জানান, বৃহষ্পতিবার সকালে আমরা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদে থাকা বিতরণের জন্য চাল চুরি বা অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে বলে আশংকা ব্যক্ত করি। সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদের চাল রাখার কক্ষে লোক রয়েছে বলে জানতে পেরে এসে রাসেল নামে এক যুবককে ভিতরে দেখতে পাই। সে বাইরে থেকে দরজা বন্ধ করে ভিতরে ছিল। ওই যুবক ইউপি চেয়ারম্যান শরীফ খানের খামারের কর্মচারী। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানিয়েছি। তার নিদের্শ মোতাবেক ওই যুবককে ভিতরে রেখে বাইরে থেকে তালা বদ্ধ করে রাখা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র সমাচের স্থানীয় সম্বয়ক মো: হাসান জানান, আমরা চাল থাকা কক্ষে ওই যুবককে দেখে সে যেন সরে যেতে না পারে সেজন্য পাহারার ব্যবস্থা করেছি। আমরা ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী করনিয় ঠিক করবো।

আটক থাকা রাসেল জানায়, চেয়ারম্যান সাহেব আমাকে চালের ঠিকমতো আছে কিনা দেখার জন্য জন্য পাঠিয়েছে।

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি মহসিন হাসান শুভ্র জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সচিব রাবেয়া বশরিকে ভিজিডি চালের মজুতের হিসাব দিতে এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য বলেন। ইউনিয়নে মোট ১১২জন ভিজিডি চাল গ্রহিতা রয়েছেন। কিছু চাল বিতরণ হলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে কিছু চাল রয়ে গেছে। পরবর্তীতে সচিব আমাকে জানালে আমি ইউডিসিকে হিসাব নিতে বলি। পরে চেয়ারম্যানের লোক রাসেল ও ইউডিসি সাহেদ ভিজিডি চাল তদারকিতে আসে সন্ধ্যার দিকে। ইউডিসি বাইরে থাকার সুযোগে এই ঘটনার সৃষ্টি হয়।

ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, ইউএনও নির্দেশে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদে রক্ষিত ভিজিডির চালের হিসাব প্রদান ও নিরাপত্তা নিশ্চিতের জন্য মুঠোফোনে সচিবকে বলি।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানকে মুঠো ফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়