শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০

বাড়তি চাঁদা দাবির কারণে ফরিদগঞ্জ-চট্টগ্রাম রূটে বাস সার্ভিস বন্ধ

স্টাফ রিপোর্টার ॥
বাড়তি চাঁদা দাবির কারণে ফরিদগঞ্জ-চট্টগ্রাম রূটে বাস সার্ভিস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগ তুলে ফরিদগঞ্জ-চট্টগ্রাম রুটের শাহী, জোনাকী বাস সার্ভিস চলাচল গত ২৭ জুন থেকে বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে দুর্ভোগের শিকার ফরিদগঞ্জ-চট্টগ্রাম রুটের বাসযাত্রীরা।

জানা গেছে, এতদিন ৬০ টাকা চাঁদা আদায় করা হতো। এখন মালিক শ্রমিক ইউনিয়নের নামে ১৮০ টাকা চাঁদা দাবির কারণে মালিকরা বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গত ২৬ জুন বুধবার চাঁদপুর জেলার ১২২০ মালিক-শ্রমিক ইউনিয়নের নেতা বাবুল মিজির উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ৬০ টাকার পরিবর্তে ১৮০ টাকার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত নাকচ করে দিয়ে বাস চলাচল বন্ধ রাখেন শাহী ও জোনাকী বাস মালিকপক্ষ।

এদিকে বাস চলাচল না করায় এবং বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় যাত্রীবিহীন হয়ে পড়েছে ফরিদগঞ্জ বাসস্টেশন। অনেকেই সিএনজি অটোরিকশা করে রায়পুর ও চাঁদপুর গিয়ে বাস ধরছেন। এই সুযোগ কাজে লাগিয়ে সিএনজি অটোরিকশা চালকরাও ১০-২০ করে বাড়তি টাকা নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাস পরিবহন কাউন্টারের একজন ম্যানেজার জানান, আগেও কোনো চাঁদা ছিলো না।

শুধু পৌরসভার টোল ২০ টাকা এবং পার্কিংয়ের জন্য ৪০ টাকা দেওয়া হতো। হঠাৎ ২৬ জুন বুধবার ১২২০ মালিক শ্রমিক ইউনিয়নের নেতা বাবুল মিজির উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত ১২০ টাকাসহ মোট ১৮০ টাকা চাঁদা দাবি করা হয়। তাই বাধ্য হয়ে পরিবহন মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

পরিবহনের বাস চালকরা বলেন, আমরা গাড়ি চালালে টাকা পাই। না চালালে পাই না। ৬ দিন ধরে বসে আছি। পরিবারের কাছে টাকা পাঠাতে পারছি না।

শাহী বাস সার্ভিসের মালিক পক্ষের মধ্যে রায়হান হোসেন জানান, ফরিদগঞ্জে আমাদের কোনো লাভ নেই। তেমন কোন যাত্রী নেই। আমাদের পক্ষে ১৮০ টাকা চাঁদা দেয়া সম্ভব না। তিনি আরো জানান, ১২২০ মালিক শ্রমিক ইউনিয়নের আওতায় আমাদের বাস না। ফরিদগঞ্জে কোনো মালিক সমিতি নেই। শ্রমিক ইউনিয়ন নেই। তাহলে আমরা কেন চাঁদা দেবো? চাঁদা দিয়ে বাস চালানো সম্ভব না।

চট্টগ্রাম শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী কফিলউদ্দিন জানান, বাস চলে আমাদের আওতায়। চাঁদপুরে বাস যায় না। তাহলে তাদের চাঁদা দিবে কেন? তাই বাস চলাচল বন্ধ রয়েছে।

১২২০ মালিক শ্রমিক ইউনিয়ন চাঁদপুরের সভাপতি বাবুল মিজিকে মুঠোফোনে ফরিদগঞ্জ প্রতিনিধি কল দিলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে কল কেটে দেন। পরে তিনি আর কল রিসিভ করেননি।

চাঁদপুর কণ্ঠের দপ্তর থেকেও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এটা বাবুল মিজির নম্বর নয়! বলেই তাৎক্ষণিক কল কেটে দেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। কোনো প্রকার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী জানান, শাহী এবং জোনাকি বাস চাঁদপুরের রূট ব্যবহার করে। কিন্তু শ্রমিক ইউনিয়নকে কোনো চাঁদা দেয় না। তারা জনৈক রাজাকে পার্কিংয়ের নামে ৪০ টাকা চাঁদা দেয়। অথচ সরকারের সম্পত্তি ব্যবহার করে দীর্ঘদিন অবৈধভাবে চাঁদা নিচ্ছে। এ রূটে গাড়ি চালাতে হলে শ্রমিক সংগঠনকে চাঁদা দিতে হবে এবং শ্রমিক আইন মানতে হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়