রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১২ জুন ২০২৪, ২১:০৩

অ‌ফিস বয় সুমন সরকার জ‌য়ের সম্প‌দের অনুসন্ধান কর‌তে দুদক কর্মকর্তার ‌নি‌র্দেশ

অনলাইন ডেস্ক
অ‌ফিস বয় সুমন সরকার জ‌য়ের সম্প‌দের অনুসন্ধান কর‌তে দুদক কর্মকর্তার ‌নি‌র্দেশ

চাঁদপুর সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের অ‌ফিস বয় সুমন সরকার জ‌য়ের সম্প‌দের অনুসন্ধান কর‌তে চাঁদপুর জেলা দুর্নীতি দমন ক‌মিশনকে নি‌র্দেশ দি‌য়ে‌ছেন দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোঃ আক্তার হোসেন। এছাড়াও তার বিরুদ্ধে আ‌নিত প্রতারণা ও জা‌লিয়াতির বি‌ষ‌য়ে নির্বাহী তদন্ত পূর্বক জেলা পু‌লিশ বিভাগ‌কে এক‌টি প্রতি‌বেদন দা‌খিল করতে ব‌লে‌ছে।

চাঁদপু‌রে দুর্নীতি দমন ক‌মিশনের গণশুনা‌নিতে সুমন সরকার জ‌য়ের বিরু‌দ্ধে দুইজন বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। ১২ জুন বুধবার দুপু‌রে জেলা শিল্পকলা একা‌ডে‌মি মিলনায়ত‌নে অ‌ভি‌যোগকারী জাতীয় সাঁতারু বীর মু‌ক্তি‌যোদ্ধা ছানউল‌্যা খান এবং বীর মু‌ক্তি‌যোদ্ধা মা‌লেক দেওয়ান অ‌ভি‌যোগ উত্থাপনপূর্বক দুই বীর মু‌ক্তি‌যোদ্ধা গণশুনা‌নি‌তে সুমন সরকার জয় মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের একজন অ‌ফিস বয় উ‌ল্লেখপূর্বক ব‌লেন, সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের দীর্ঘ সময় পর্যন্ত নির্বাচন হ‌চ্ছে না কিন্তু জয় সংসদের নাম ক‌রে নতুনবাজারে এলাকায় নি‌জে এক‌টি অ‌ফিস বা‌নি‌য়ে সেখান থে‌কে সংস‌দের অ‌ফিস প‌রিচালনা কর‌ছে। শুধু তাই নয় স‌ুমন সরকার জয় বি‌ভিন্নভা‌বে অনেককে ভূয়া কাগজপত্র দি‌য়ে মু‌ক্তি‌যোদ্ধার সার্টিফি‌কেট পাই‌য়ে দি‌য়ে‌ছে। এ‌তে সে এক এক‌টি সা‌র্টিফি‌কে‌টের জন‌্য লক্ষ লক্ষ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ সম্প‌দের পাহাড় গ‌ড়ে‌ছে। বিগত ক‌য়েক মাস পূ‌র্বে জ‌য়ে বিরু‌দ্ধে স্থানীয় এক‌টি দৈ‌নিক প‌ত্রিকায় তার অ‌ঢেল সম্প‌দের বিষ‌য়ে সংবাদ প্রকা‌শিত হয়। সে সম‌য়ে প্রকা‌শিত সংবা‌দের ক‌পি অ‌ভি‌যো‌গে উ‌ল্লেখ ক‌রে প্রকা‌শিত সংবা‌দের ক‌পি দুদক কর্মকর্তার হা‌তে তু‌লে দেন। সে সংবাদের শিরোনাম ছিলো, কে এই মুক্তিযোদ্ধা খেকো সুমন সরকার জয়।’

অ‌ভি‌যোগ শু‌নে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেন তার রা‌য়ে ব‌লেন, অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে আমরা জ্ঞাত হলাম। যে‌হেতু অ‌ভি‌যোগে প্রতারনা ও জা‌লিয়‌তির বিষ‌য়ে আ‌ছে সে‌হেতু পু‌লিশ সুপার সা‌হেব এ বিষ‌য়ে আপনা‌দের ম‌তো ক‌রে এক‌টি নির্বাহী তদন্ত করে আমা‌দের‌কে সেই তদ‌ন্তের এক‌টি প্রতি‌বেদন দে‌বেন। আর এখা‌নে কিছু সম্পদ সংক্রান্ত বিষয় উ‌ল্লেখ করা হ‌য়েছে সেই বিষ‌য়ে আমা‌দের এখা‌নে যে জেলা অ‌ফিস র‌য়ে‌ছে সেই অ‌ফি‌সের মাধ‌্যমে তার সম্পদের খোঁজ খবর নি‌য়ে আমা‌দের নিকট এক‌টি প্রতি‌বেদন দি‌বেন। গণশুনা‌নি‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন। মডা‌রেট‌রের দা‌য়িত্ব পালন ক‌রেন চাঁদপু‌রের জেলা প্রশাসক কামরুল হাসান। উ‌ল্লেখ‌্য গণশু‌না‌নি‌তে সুমন সরকার জয়‌রে অনুপ‌স্থি‌তি‌তেই দুদক কর্মকর্তা এ রায় ঘোষণা ক‌রেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়