শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৯:২২

স্কুলগামী মেয়েদের ইভটিজিং : তিন বখাটের এক মাস করে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
স্কুলগামী মেয়েদের ইভটিজিং : তিন বখাটের এক মাস করে কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন হামানকর্দ্দি স্কুলের তিন ছাত্রীকে উত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গী প্রদর্শন ও হুমকি দেয়ার অপরাধে হামানকর্দ্দি গ্রামের তিন বখাটের প্রত্যেককে এক মাস (৩০ দিন) করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন জুম্মান পাঠান, সিয়াম ও কাউছার।

এর আগে সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বখাটে ইভটিজার ওই তিন তরুণকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনগণ ও জেলা পুলিশের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, স্কুলগামী মেয়েদের উত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন একটি সামাজিক ও ফৌজদারি অপরাধ। এই অপরাধ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর নিরলসভাবে কাজ করে চলেছে। আমরা প্রত্যাশা করি অপরাধীরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়