প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ২১:৫৭
চাঁদপুর ক্রয়- বিক্রয় বাজার ফেসবুক গ্রুপে অভিনব প্রতারণা!

ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারণা শুরু হয়েছে। ফেসবুক গ্রুপের মাধ্যমে আজকাল নানা-রকম জিনিসপত্র ক্রয় ও বিক্রয় হয়ে থাকে। তেমনি চাঁদপুর ক্রয়-বিক্রয় বাজার নামে ফেসবুক গ্রুপে মোঃ জাকির হোসেন (Md Jakir Hossain) নামে এক ব্যক্তি গ্রুপে ফ্রিজ বিক্রয়ে পোস্ট দেন। তার সাথে ইনবক্সে যোগাযোগ করার পর 01701941673 নাম্বারে টাকা পাঠাতে বলেন। জনৈক ব্যক্তি তার 01701941673 নাম্বারে ৯ হাজার টাকা পাঠালে তিনি ভূয়া কোরিয়ার মানি রিসিট প্রেরণ করেন।
|আরো খবর
পরে ওই মানি রিসিট নিয়ে সুন্দরবন কুরিয়ারে যোগাযোগ করলে কুরিয়ার থেকে জানানো হয় যে এটি একটি ভুয়া মানি রিপিট। কিছুক্ষণ পরেই তার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী এ বিষয়ে ঢাকা মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছে।