প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
৪ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উল্লেখিত ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তাৎক্ষণিক এ অর্থদণ্ড দেয়া হয়। রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
|আরো খবর
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ হান্নানসহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
ইটভাটাগুলো হচ্ছে : মেসার্স মতিন মনোয়ারা ব্রিকস্, নয়াকান্দি, বেলতলী; মেসার্স নাজির আহম্মেদ ব্রিক ফিল্ড, কালিপুর; মেসার্স সরকার ব্রিকস, পূর্ব লালপুর, কালিপুর; মেসার্স হালিমা ব্রিকস, পূর্ব লালপুর, কালিপুর।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইন্সের এস আই মোস্তাফিজের নেতৃত্বে পুলিশ ফোর্স এবং ইটভাটায় অগ্নি নির্বাপণের জন্য মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।