বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

৪ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

৪ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
মিজানুর রহমান ॥

মতলব উত্তর উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উল্লেখিত ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তাৎক্ষণিক এ অর্থদণ্ড দেয়া হয়। রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ হান্নানসহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

ইটভাটাগুলো হচ্ছে : মেসার্স মতিন মনোয়ারা ব্রিকস্, নয়াকান্দি, বেলতলী; মেসার্স নাজির আহম্মেদ ব্রিক ফিল্ড, কালিপুর; মেসার্স সরকার ব্রিকস, পূর্ব লালপুর, কালিপুর; মেসার্স হালিমা ব্রিকস, পূর্ব লালপুর, কালিপুর।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইন্সের এস আই মোস্তাফিজের নেতৃত্বে পুলিশ ফোর্স এবং ইটভাটায় অগ্নি নির্বাপণের জন্য মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়