শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩

মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

মতলব উত্তর উপজেলায় রোকেয়া বেগম (৮৯) নামে এক বৃদ্ধা মহিলার নাক ও কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বিত্তরা। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে গুরুতর আহত হন বৃদ্ধা রোকেয়া বেগম। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠান।

জানা গেছে, উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়ির মজিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম অন্যান্য দিনের মতো রাত্রিযাপন করছিলেন। রাত আনুমানিক ২ টার সময় ছিনতাইকারী ঘরে প্রবেশ করে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নাক ছিঁড়ে নাকফুল ও কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের শরীরে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, রোকেয়া বেগম আমার জেঠী হয়। তিনি বিভিন্ন রোগে ভূগছেন। এমন একজন অসহায় মহিলার সাথে পশুর মত আচরণ করলো দুর্বিত্তরা। আমি খুবই মর্মাহত। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়