প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
বাবুরহাটে এক রাতে ৬টি অটোবাইক চুরি
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাবুরহাট মডেল টাউন সংলগ্ন মাজেদ খানের অটোবাইকের গ্যারেজ থেকে ছয়টি অটোবাইক নিয়ে যায় চোরের দল। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় চোরের দল রাত ২টা ৩০ মিনিটের সময় সবুজ রঙের পিকআপ ট্রাক নিয়ে মডেল টাউন সংলগ্ন মোড়ে অবস্থান নেয়। পরে তারা সুকৌশলে শাটার খুলে ৬টি ব্যাটারি চালিত অটোবাইক নিয়ে চলে যায়।
|আরো খবর
জানা যায়, বাবুরহাট মডেল টাউন সংলগ্ন স্থানে মাজেদ খান নিজ জমিতে দোকান নির্মাণ করে তা অটোবাইক রাখা ও চার্জ দেয়ার জন্য ভাড়া প্রদান করেন। এখানে প্রতিদিন রাতে ১১টি অটোবাইক রাখা ও চার্জ দেয়া হয় বলে জানা যায়। চোরের দল ১১টি অটোবাইক থেকে ৬টি অটোবাইক চালিয়ে নিয়ে যায়।
অটোবাইকগুলোর মালিকগণ হলেন : সুমন হোসেন গাজী, ফারুক রাঢ়ী, ফারুক, হৃদয়, ফয়সাল ও সাখাওয়াত। তারা জানান, সকালে গ্যারেজে গাড়ি দেখতে না পেরে হতাশ হয়ে যান। পরবর্তীতে তারা জরুরি জাতীয় সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে চাঁদপুর সদর থানার এএসআই তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।
এদিকে বাবুরহাট বাজারের পর্যাপ্ত নাইটগার্ড না থাকায় বিভিন্ন সময় ছোটখাটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এছাড়াও বাবুরহাট বাজারে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।