প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:১৩
চাঁদপুর জেলা হাসপাতালে কারাগারের হাজতির মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারের মোস্তফা মিস্ত্রী(৪৫) নামে এক হাজতির হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার সময় অচেতন অবস্থায় আড়াইশ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আধাঘন্টা পর রাত বারোটার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
|আরো খবর
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা যায় ।
মোস্তফা মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া কারা মেডিকেল এসিস্ট্যান্ট রাসেল আহমেদ জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে চাঁদপুর জেলা হাসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে এবং চিকিৎসা প্রদান করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার সময় তার মৃত্যু হয়।
মোস্তফা মিস্ত্রি মানবপাচার মামলার তিন নম্বার আসামি হিসেবে এক মাস ১৯ দিন কারাগারে ছিলেন। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের তপাদার বাড়ির পাশে আমজাদ মিজি বাড়ি। তার দুই মেয়ে,দুই ছেলে রয়েছে।
মোস্তফা মিস্ত্রির বড় মেয়ে মুক্তা জানান,তার বাবা আগে থেকেই গ্যাস্ট্রিক আলসার এবং লিভারে সমস্যা ছিলো। শনিবার সকাল ৮ টায় কারাগারা কতৃপক্ষ ফোন করে জানায় আমার বাবা মোস্তফা মিস্ত্রী মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন,কারাগারের একজন হাজতি মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
এসআই মুকবুল জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।