প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮
কোস্টগার্ডের অভিযান ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তায় ট্রাকভর্তি ২৫ মণ জাটকা জব্দ
চাঁদপুর -ফরিদগঞ্জ সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় একটি ট্রাকে তল্লাশি করে ২৫ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
|আরো খবর
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ভোর ৫ ঘটিকায় বাংলোদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের ভাটিয়ালপুর চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে ১০০০কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সদর, মোঃ তানজিমুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এদিকে, বিভিন্ন সূত্র জানা যায়, নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল থেকে মৎস্য আড়তের একটি মাছের চালান চাঁদপুরে আসছিলো। সোর্সের দেয়া এমন তথ্য পেয়ে কোস্টগার্ড এ অভিযান করে।