বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০

শাহরাস্তির ইছাপুরায় খাল দখল করে ভবন নির্মাণ

শাহরাস্তির ইছাপুরায় খাল দখল করে ভবন নির্মাণ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা বাজার সংলগ্ন সরকারি খাল দখল করে ভবন ও দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের আরু মিয়ার পুত্র মোঃ মনির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, মধ্য বাজারের মোস্তফা মার্কেটের পূর্ব পাশে সরকারি খালের উপর ফাউন্ডেশন দিয়ে একতলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন ওই বাজারের ব্যবসায়ী শিমলা গ্রামের মোঃ মোশারফ হোসেন। একই ভবনের উত্তর ও দক্ষিণ পাশে খালের উপর অন্তত ১০টি দোকান নির্মাণ করে ব্যবসা করছেন বিভিন্ন ব্যক্তি। ফলে ইছাপুরা পূর্ব পাড়া, উত্তর পাড়া ও বোস্তা গ্রামের ৩০/৪০টি পুকুরে প্রাকৃতিকভাবে মাছের চলাচল, নৌকাযোগে মালামাল ও গবাদি পশুর ঘাস পরিবহন, কৃষকদের পাট জাগসহ ৩০/৪০টি বাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। খালের উপর ভবন নির্মাণে এলাকাবাসী বাধা দিলে উক্ত জায়গা মোশারফ হোসেনের ক্রয়কৃত সম্পত্তি বলে জানিয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মনির হোসেনের দাবি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বোস্তা ও ইছাপুরাবাসীর বৃহত্তর স্বার্থে খালটি দখলমুক্ত করা প্রয়োজন।

এ বিষয়ে শিমলা গ্রামের মোঃ মোশারফ হোসেন জানান, খালপাড়ে নিজের ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তিতে ভবন নির্মাণের সময় ভুলবশত খালের কিছু অংশ তার দখলে চলে গেছে। তবে সেখানে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়নি। তিনি আরও জানান, বৃহত্তর প্রয়োজনে খাল দখলমুক্ত করা হলে তার আপত্তি নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়