প্রকাশ : ২০ জুলাই ২০২২, ২১:২৭
বিপনীবাগ মোবাইল কোর্ট : ৬২ কেজি পলিথিন জব্দ

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিপনীবাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দুই দোকানীকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
২০ জুলাই বুধবার বিকাল ৫টার সময় চাঁদপুর সদর এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী'র নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টীম এই অভিযান চালায়।
এ সময় দুটি দোকান থেকে প্রায় ৬২ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে উক্ত দুটি দোকানের প্রত্যেককে ৩০০০/- টাকা করে ২টি মামলায় মোট ৬০০০/= টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী পরিচালক ও পরিদর্শক,পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।