মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ০৮:৪০

ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার
ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ড মির্জাপুর বড়পোলের কাছে ট্রেনের ধাক্কায় বাকি বিল্লাহ বাক্কু ছৈয়াল(৪০) নামে

এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৩ জুলাই বুধবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানিয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় দশটার সময় মির্জাপুর এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময় পাগলের মত চলাফেরা করতেন।

নিহত বাকি উল্লাহ ওই এলাকার ছৈয়াল বাড়ির মৃত রশিদ ছৈয়ালের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ের রয়েছে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ উল্যাহ বাহার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (১৪ জুলাই) ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়