প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
মহামায়ার কৃতি সন্তান মোহাম্মদ শরীফ আমিরাতে সফল ব্যবসায়ী সম্মাননা পেলেন

সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাইয়ের মারকো পোলো হোটেলের বলরুমে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান, যেখানে সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি সফল ব্যবসায়ীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
|আরো খবর
এই অনন্য অনুষ্ঠানে চাঁদপুর জেলার মহামায়ার গর্ব মোহাম্মদ শরীফ ‘সফল ব্যবসায়ী’ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ের শারজায় সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘খসব্ আল-সোনুবার’ নামে খ্যাত একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মরত।
বিশেষ এই সন্ধ্যায় দুবাইয়ের রয়েল পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ শরীফের হাতে ‘সফল ব্যবসায়ী’ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তার এই অসামান্য অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক বিরল অনুপ্রেরণা।
সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত মোহাম্মদ শরীফ বলেন, “আমি সবসময় সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেছি। প্রবাসী শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থেকেছি এবং ভবিষ্যতেও তাদের জন্য কাজ করে যেতে চাই। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই, তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি সার্ক সাংবাদিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রয়েল পরিবারের সদস্যবৃন্দ, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি, ইউএই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, প্রবাসীদের এই ধরনের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে তাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোহাম্মদ শরীফের এই সাফল্যগাথা আগামী দিনের তরুণ উদ্যোক্তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে সততা, একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য ধরা দেয়।
ডিসিকে/এমজেডএইচ