প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:০৬
অস্ট্রেলিয়ার ১০০ বছরের ইতিহাস পরিবর্তন করে দিলো করোনা

বৈশ্বিক মহামারী করোনা কতো কিছুতেই না পরিবর্তন এনে দিচ্ছে। নূতন স্বাভাবিক জীবন তথা নিউ নরমাল লাইফে অভ্যস্ততার মধ্যে মানুষ যেমন জীবনযাত্রায় পরিবর্তন এনেছে, তেমনি একটি দেশের ইতিহাসেও পরিবর্তন আনতে হচ্ছে কোথাও কোথাও।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার তাদের দুটি জনবহুল রাজ্যের মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটির ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ভিক্টোরিয়া ও নিউসাউথ ওয়েলসের মধ্যে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়ে সেটি কার্যকর করা হয়েছে।এর আগে ১৯১৯ সালে স্পেনিশ ফ্লুয়ের সময় রাজ্য দুটির মধ্যে চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এবার করোনার ব্যাপক প্রকোপে ১০০ বছর পূর্বের ন্যায় একই পদক্ষেপ নিতে হয়েছে অস্ট্রেলিয়া সরকারকে। মেলবোর্নে করোনা সংক্রমণ ব্যাপক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে।