মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১০:১৫

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভারত

অনলাইন ডেস্ক
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভারত

দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই তৃতীয় ঢেউয়ের শংকায় ভারত। আগস্টের শেষে দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই ঢেউয়ে সংক্রমণ ছড়াতে পারে ডিসেম্বর পর্যন্ত। অবশ্য বিজ্ঞানীদের ধারণা তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ না হলেও অক্সিজেন সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে ভারতকে।

ভারতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যেখানে যৌক্তিক ভাবে আশংকা করা হয় আগস্টেই আসছে ভারতের তৃতীয় ঢেউ। আইসিএমআরের এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডা জানান, আগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বর নাগাদও কোভিডের সঙ্গে ল়ড়াই করতে হতে পারে।

এ বিষয়ে সমীরণের পান্ডা বলেন, কোভিডের তৃতীয় ঢেউ শুরু কবে হবে বা কবে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক মডেলে একাধিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছি আমরা। সেই অনুযায়ী, আগস্টের শেষে তৃতীয় ঢেউ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।’

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার আগেই তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানান সমীরণ। কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে। তবে এ বার তা না-ও হতে পারে বলে মনে করছেন তিনি। এখন পর্যন্ত ভারতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে।

সমীরণের মতে, বিভিন্ন রাজ্যে চলা কোভিড বিধিনিষেধ উঠে গেলে সংক্রমিতের সংখ্যা আবার বাড়তে পারে। তিনি বলেন, যেহেতু দেশে এখনও পর্যন্ত কোভিডের বেশি ভয়াবহ ও সংক্রামক রূপ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি, তাই ডেল্টা ভ্যারিয়েন্টেই তৃতীয় ঢেউ আনতে পারে।

কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে দিয়েছিল। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়ে ওঠে তাহলে তৃতীয় ঢেউও ভয়াবহ হতে পারে। সমীরণ বলেন, পরিস্থিতি বদলালে ২০২২-এর মার্চ পর্যন্ত তৃতীয় ঢেউয়ের রেশ থাকতে পারে। দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি তা সত্যি হয় তবে প্রস্তুত থাকতে হবে বংলাদেশকেও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়