শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৬:২০

যে বৃষ্টি হাজার বছরে দেখা যায় না

চীনের হেনান প্রদেশে প্রলয়ঙ্করী বন্যা

অনলাইন ডেস্ক
চীনের হেনান প্রদেশে প্রলয়ঙ্করী বন্যা
চীনের হেনান প্রদেশে প্রলয়ঙ্করী বন্যা

চীনের একটি প্রদেশে প্রলয়ঙ্করী বন্যার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে চীনের হেনান প্রদেশের রাজধানী ঝাংঝৌসহ সহ বিস্তৃত এলাকা পানিতে তলিয়ে গেছে। হোয়াংহো নদী তীরবর্তী ১ কোটি ২০ লাখ বাসিন্দার শহর ঝাংজৌতে সবচেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় এক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবার চীনের মধ্যাঞ্চলে অস্বাভাবিক রকম সক্রিয় বর্ষাকাল পরিলক্ষিত হয় । এতে হুয়াংহি নদীর অববাহিকার অনেকগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে হেনান প্রদেশের লাখ লাখ মানুষের জীবন ওলট-পালট হয়ে যায়। বৃষ্টিতে এক রাতের মধ্যে ঝাংঝৌয়ের পশ্চিমে লুওইয়াং শহরের ইহিথান বাঁধে পানি বিপদসীমার ২০ মিটার উপরে চলে এসেছে এবং বাঁধটি 'যে কোন সময় ধসে পড়তে পারে ' বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর জানিয়েছেন যে নগরীর গৌজাজুই জলাধারের পানি উপচে পড়ছে।

বুধবার রাষ্ট্রায়াত্ত টেলিভিশনে পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন কিছু নদীর পানি পর্যবেক্ষণ সীমা অতিক্রম করেছে, কিছু বাঁধ ভেঙ্গে গেছে, এতে বহু হতাহত ও সম্পদ হানি হয়েছে। পাশাপাশি কিছু রেলওয়ে পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল হয়েছে। বন্যা প্রতিরোধের চেষ্টা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যম আবহাওয়াবিদদের উদ্ধৃতি দিয়ে বলেছেন এ ধরনের বৃষ্টি হাজার বছরে একবার দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়