সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০৫:১৪

ইউরোপে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৫৭

ইউরোপে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৫৭
অনলাইন ডেস্ক

ইউরোপে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় মহাদেশটির আরও কয়েক দেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের পর শুক্রবার সুইজারল্যান্ডও বন্যা আক্রান্ত হয়েছে। বন্যায় এসব দেশে মৃত্যু বেড়ে ১৫৭ জনে পৌঁছেছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে জার্মানিতে ১৩৩ ও অন্য দেশে ২৪ জন রয়েছে। ওই অঞ্চলে কয়েক দশকের মধ্যে এমন বন্যা ও প্রাণহানি দেখা যায়নি। ইউরোপের নেতারা এ দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। খবর বিবিসি, আলজাজিরা ও অন্যান্য ওয়েবসাইটের।

জার্মানির পর বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলজিয়াম। সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে শনিবার পর্যন্ত ভারি বর্ষণ অব্যাহত ছিল। শনিবার দুর্গত অঞ্চল পরিদর্শনে যাওয়ার আগে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টেইনমায়ার বলেছেন, এবারের বন্যার তাণ্ডবলীলা দেখে তিনি ‘হতবাক’। তিনি বলেন, অনেকে সারা জীবন ধরে যা গড়েছেন, সবই হারিয়েছেন। বন্যার কারণে জার্মানির অনেক এলাকায় ফোন নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সড়ক। এক লাখের বেশি বাড়িঘর শনিবার পর্যন্ত বিদ্যুতহীন ছিল। জার্মানির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ রাইন- ভেস্টফালিয়া, রাইনল্যান্ড-পালাটিনাট ও সারল্যান্ড রাজ্য। বেলজিয়ামের ৪ প্রদেশে উদ্ধার কার্যক্রম ও আটকা পড়া লোকদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়তা করতে সেনাসদস্যদের পাঠানো হয়েছে। নিহতদের স্মরণে মঙ্গলবার দেশটি শোক দিবস পালন করবে। ইতালি ও অস্ট্রিয়া বেলজিয়ামের লিয়েজ শহরে উদ্ধারকর্মী পাঠিয়েছে। বেলজিয়ামের বহু রাস্তা ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। পানির তোড়ে ভেসে যাওয়া গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা যাচ্ছে। বহু গাছ উপড়ে গেছে। বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। হাজার হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জার্মানিতে শ শ মানুষের খোঁজ মিলছে না। দেশটির আরভেইলার এলাকায় মোবাইল নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের কারণে এসব বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রায় সাড়ে তিন হাজার নাগরিকের জন্য জরুরী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

জার্মানির একহাজার সৈন্য ও আড়াই হাজার ত্রাণকর্মী উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। বন্যায় যারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন তাদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। রাইন নদীতে বন্যায় কোলন ও হাগেনসহ নদী তীরবর্তী বিভিন্ন শহর প্লাবিত হয়েছে। লেফারকুসেন শহরের একটি হাসপাতাল থেকে ৪শ’ রোগীকে স্থানান্তর করা হয়েছে। বেলজিয়ামের ফ্রেডস নদী উপচে পূর্বাঞ্চলীয় শহর পেপিনস্টারে বহু ঘর ধসে পড়েছে। শহরের এক হাজার বাড়িঘর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রবল বর্ষণে বেলজিয়ামে গণপরিবহন ব্যবস্থা বিঘিœত হচ্ছে। প্লাবনের আশঙ্কায় ময়সে নদীতে সে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ, নৌ-চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। জার্মান আবহাওয়া বিভাগের কর্মকর্তা অড্রিয়াস ফ্রেডরিখ বলেন, এমন বৃষ্টির খবর গত ১শ’ বছরেও শোনা যায়নি। নেদারল্যান্ডসের বিভিন্ন নদীতে পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করায় দক্ষিণের লিমবার্গ প্রদেশে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়