শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪১

নিষেধাজ্ঞা তুলে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে যে সকল দেশে

অনলাইন ডেস্ক
নিষেধাজ্ঞা তুলে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে যে সকল দেশে

বিশ্বজুড়ে ওমিক্রন প্রভাব স্বাভাবিক হওয়ায় ক্রমেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বিভিন্ন দেশ। চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ ফেব্রুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া যাত্রীদের জন্য বিধিনিষেধ সহজ করাকে আন্তর্জাতিক ভ্রমণের উৎসাহ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্য:

গত ১১ ফেব্রুয়ারি এক ঘোষণায় যুক্তরাজ্য সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য কোভিড পরীক্ষা বাতিল করেছে।

সুইডেন:

সুইডেন গত ১৮ জানুয়ারি থেকে দেশে প্রবেশের জন্য আরটি-পিসিআর পরীক্ষার বাধ্যতামূলক নেগেটিভ ফলাফল বাতিল করেছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, সুইডেনে ওমিক্রনের বিস্তারের জন্য ভ্রমণকারীদের আর বিশেষ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে না। এমনকি উপসর্গ থাকা ব্যক্তিদের কোভিড -১৯ এর পরীক্ষা করাও বন্ধ করেছে সুইডেন।

ফান্স:

গত ১২ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়াদের জন্য কোভিড -১৯ পরীক্ষার নেগেটিভ ফলাফলের প্রয়োজনীয়তার সমাপ্তি ঘোষণা করেছে ফ্রান্স।

ভারত:

১৪ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভ্রমণ-পূর্ব আরটি-পিসিআর পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল করেছে ভারত।

ডেনমার্ক:

১ ফেব্রুয়ারি থেকে কোভিড -১৯ সংক্রান্ত সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মহামারি সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে এটিই প্রথম সারির দেশ যারা কোভিড-১৯ প্রাদুর্ভাবকে "সামাজিকভাবে গুরুতর রোগ" হিসেবে বিবেচনা করে না।

গ্রীস:

গ্রীস ৭ ফেব্রুয়ারি এক ঘোষণায় ইউরোপীয় কোভিড টিকা সনদ থাকার শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ১ মার্চ থেকে দেশটিতে গ্রীষ্মকালীন ভ্রমণ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পর্তুগাল:

টিকা সনদ থাকলে ফেব্রুয়ারি মাস থেকে ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে পর্তুগাল।

নরওয়ে:

৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সকল কোভিড -১৯ বিধিনিষেধ বাতিল করেছে নরওয়ে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর শনিবার সকালে সমস্ত বিধিনিষেধ অবসানের ঘোষণা দেন।

সুইজারল্যান্ড:

সুইজারল্যান্ড ১২ জানুয়ারী সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভ্রমণ-পূর্ব পিসিআর পরীক্ষা বাতিল করার ঘোষণা দিয়েছে।

থাইল্যান্ড:

থাইল্যান্ড ফেব্রুয়ারি মাস থেকেই সকল দেশ থেকে আসা টিকা নেওয়া পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের বিধিনিষেধ সহজ করার ঘোষণা করেছে। সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীরা টেস্ট অ্যান্ড গো প্রোগ্রামের আওতায় দেশটিতে আসার আগে আরটি-পিসিআর পরীক্ষা এবং হোটেলে এক রাত থাকার পর অবাধে ভ্রমণ করতে পারবে।

ভিয়েতনাম:

ভিয়েতনাম ১৫ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 

মালয়েশিয়া:

মার্চ মাস থেকে কোভিড টিকা সনদ থাকার শর্ত সাপেক্ষে কোয়ারাইন্টাইন শর্তসহ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে মালয়েশিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়