মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:১৫

ভারতজুড়ে শোক

অনলাইন ডেস্ক
ভারতজুড়ে শোক

ভারতের প্রথম চীফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) বিপিন রাওয়াত (৬৩) বুধবার একটি সামরিক কপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং অপর ১১ সেনা কর্মকর্তা নিহত হন। বুধবার স্থানীয় সময় দুুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ১৪ আরোহী নিয়ে এমআই-১৭ কপ্টারটি তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। দগ্ধ ও মুমূূর্ষু অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ভারতীয় বিমানবাহিনী বিপিন রাওয়াতের নিহতের খবর স্বীকার করেছে। এ ঘটনায় ভারতজুড়ে শোক নেমে এসেছে। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ অন্য শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপিন রাওয়াতের সঙ্গে দগ্ধ অপর এক সেনা কর্মকর্তা জীবিত রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর বলে খবরে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা।

সুত্রঃ আনন্দবাজার, বিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়