প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২৩:১৫
শনিবার চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর কর্মশালা

শনিবার (১১ অক্টোবর ২০২৫) চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
|আরো খবর
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুটি কর্মশালা শনিবার চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা, অপরটি চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের প্রশিক্ষণ নেবেন।
কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার এডমিন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং উইকিমিডিয়া স্টুয়ার্ডগণ রিসোর্স পারসন হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে।