বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২

অল্প বিনিয়োগে লাভ, পরে ১ কোটি টাকা খোয়ালেন অভিজ্ঞ অনলাইন ট্রেডার

তথ্য-প্রযুক্তিকণ্ঠ ডেস্ক
অল্প বিনিয়োগে লাভ, পরে ১ কোটি টাকা খোয়ালেন অভিজ্ঞ অনলাইন ট্রেডার

তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণার নতুন নতুন কৌশল। ভারতের কেরালায় এক প্রবীণ ব্যক্তি অনলাইন ট্রেডিং অ্যাপের ফাঁদে পড়ে খুইয়েছেন ৭১ লাখ ৭৫ হাজার রুপি (প্রায় ১ কোটি টাকার বেশি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি একজন অভিজ্ঞ ট্রেডার। কিন্তু হোয়াটসঅ্যাপে প্রতারকদের প্রলোভন বুঝতে ব্যর্থ হন। তারা অনলাইন ট্রেডিংয়ের বিষয়ে আকর্ষণীয় টিপস ও তথ্য সরবরাহ করে তার বিশ্বাস অর্জন করে। শুরুতে তিনি অল্প বিনিয়োগে লাভও পান, যা তার আস্থা আরও বাড়িয়ে দেয়। পরে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়, যার মাধ্যমে নিজের বিনিয়োগ এবং লাভের তথ্য দেখার সুযোগ দেওয়া হয়। ওই অ্যাপ ব্যবহার করে তিনি বারবার বিনিয়োগ করতে থাকেন।

এ বছরের ১০ জানুয়ারির মধ্যে তিনি ১২টি লেনদেন করেন। তবে লাভের টাকা তুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। প্রতিবারই প্রযুক্তিগত সমস্যার অজুহাত দেখানো হয়। এদিকে, তাকে আরও বিনিয়োগের জন্য প্রলুব্ধ করা হয়। প্রাথমিকভাবে তিনি তা করলেও পরে সন্দেহ দানা বাঁধে। শেষমেশ ওই প্রবীণ ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। যদিও এখনও প্রতারকদের কোনো খোঁজ মেলেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়