প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১৪:০৫
মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ
অনলাইন ডেস্ক
|আরো খবর
২৭ মার্চ সোমবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বশির আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), সানজিদা শাহনাজ, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।