প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ২২:১৩
ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
প্রবীর চক্রবর্তী
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রোববার ১২ ডিসেম্বর আয়োজনে এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, ইউএইচও ডাঃ আশরাফ আহাম্মেদ চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।