প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ডিএন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সংগঠনের সদস্য সচিব মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বৈচিত্র সংরক্ষণ, পদ্মা সেতু প্রকল্পে কার্যক্রমের টিম লিডার ও সংগঠনের সভাপতি অধ্যাপক লোকমান হোসেন। ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, বহু ত্যাগের বিনিময়ে আমাদের এ ভাষা অর্জিত হয়েছে। এটি পৃথিবীর একমাত্র ভাষা যেটির জন্য জীবন দিতে হয়েছে। তিনি ভাষায় ইতিহাস বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ খান, একাত্তর কণ্ঠের প্রকাশক ও সম্পাদক জিয়াউর রহমান বেলাল, সংগঠক ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, মোহাম্মদ আরেফিন শাহীন, শাহ আলম মিয়া, তাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, মোহাম্মদ ইমাম হোসাইন, অরুণ চন্দ্র সরকার, মোঃ মাকসুদ আলম, মাহমুদুল হাসান, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুব আলম, মোঃ রকিবুল হাসান, বিপ্লব দাস ও তনু দাস।