প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১৪:১৯
সুনামের সাথে এগিয়ে যাচ্ছে পশ্চিম সকদী কমিউনিটি ক্লিনিক
সোহাঈদ খান জিয়া
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী কমিউনিটি ক্লিনিক সুনামের সাথে চলছে। এ ক্লিনিক থেকে সপ্তাহে ৬ দিন ৫টি গ্রামের নারী-পুরুষ ২৭ ধরনের ঔষধ নিয়ে থাকে। কেউ কখনো ঔষধ নিতে এসে খালি ফিরে যায়নি। এ ক্লিনিকে অসামর্থবান নারী পুরুষ বেশি ভীড় জমায়। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকে।
পশ্চিম সকদী গ্রামের শরিফ হাওলাদার জানান, আমি প্রায় সময় গিয়ে ঔষধ নেই। কখনো খালি আসি না। কমিউনিটি ক্লিনিকে সিএইসসিপি মোঃ ফিরোজ মিয়া জানান, প্রতিদিন সকাল ৯টায় ক্লিনিক খুলি। বিকেল ৩টায় বন্ধ করে থাকি। ৫টি গ্রামের লোকজন নিয়মিতভাবে ঔষধ নিয়ে থাকে। চেষ্টা করি মানুষকে পর্যাপ্ত ঔষধের মাধ্যমে সেবা দিতে। যতদিন দায়িত্বে থাকবো ততদিন মানুষকে ভালোভাবে সেবা দিয়ে যাবো।