প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ২১:২৪
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ২১ রোগী
ডেঙ্গুতে ভর্তি আরো ১ জন
আড়াই'শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে একই সঙ্গে করোনা, ডেঙ্গু ও সাধারণ রোগীর চিকিৎসা চলছে।তবে করোনা উপসর্গ ও পজিটিভ রোগীদের আইসোলেশন ইউনিট ওয়ার্ডেই দেয়া হচ্ছে চিকিৎসা।তার সাথে যোগ হয়েছে ডেঙ্গু রোগী। গত দুই দিন আগে তিনজনের ডেঙ্গু ধরা পরায় তারা ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। ২৮ অক্টোবর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরো একজন ভর্তি হয়েছে। রোগীটি পুরাতন ঢাকা থেকে চাঁদপুরে তার গ্রামের বাড়ি এসেছে বলে জানান, হাসপাতালের আরএমও এবং করোনা ফোকালপার্সন ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেল। তিনি বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে ২১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্য ৩ জন পজেটিভ রোগী রয়েছে।