প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
বাবুরহাট বাজারে ময়লার স্তূপে আগুন, কালো ধোঁয়ায় জনজীবনে আতঙ্ক!

|আরো খবর
গতকাল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে আগুন লাগানো হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় পুরো বাজার এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগেন পথচারী ও ব্যবসায়ীরা।
হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। একই সময়ে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বাবুরহাট বাজার ও পার্শ্ববর্তী বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, সড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। তারা অবিলম্বে নিয়মিত ময়লা অপসারণ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর বাবুরহাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
ডিসিকে/এমজেডএইচ








