মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩

করোনা কমিয়ে দিয়েছে মানুষের গড় আয়ু

অনলাইন ডেস্ক
করোনা কমিয়ে দিয়েছে মানুষের গড় আয়ু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ২০২০ সালে বেশিরভাগ দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমিয়ে দিয়েছে। এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলছেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও এরকম প্রত্যাশিত আয়ু এক ধাক্কায় এতটা কমেনি।

সোমবার প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমে গেছে দুই বছরের বেশি। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলিসহ ২৯ দেশের তথ্য নিয়ে এ গবেষণা চালানো হয়েছে; তার মধ্যে ২৭ দেশে প্রত্যাশিত গড় আয়ু কমেছে।

অন্যদিকে  ২২ দেশে ২০২০ সালে প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের তুলনায় কমে গেছে ছয় মাসের বেশি।  

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছেন এসবে দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে আসার এ বিষয়টি কোভিডের মৃত্যুর হিসাবের সঙ্গে সম্পর্কিত।

আরেক গবেশণায় ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে লেখক ড. রিধি কাশ্যপ বলেন, করোনাভাইরাস বিভিন্ন দেশে কতটা মারাত্মক প্রভাব ফেলেছে, সে চিত্রই উঠে এসেছে আমাদের এই গবেষণায়। ২০১৯ সালের শেষ দিকে আবির্ভূত  নতুন করোনাভাইরাস বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে।  

দেখা গেছে, বেশিরভাগ দেশের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে বেশি মাত্রায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের চেয়ে ২.২ বছর কমে গেছে, যা সবচেয়ে বেশি এ গবেষণার দেশগুলোর মধ্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়