সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২২:৩৮

চাঁদপুর পৌরসভার ডেঙ্গু সচেতনতামূলক মাইকিং

অনলাইন ডেস্ক
চাঁদপুর পৌরসভার ডেঙ্গু সচেতনতামূলক মাইকিং

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) দৈনিক চাঁদপুর কণ্ঠে চাঁদপুর শহরে মশার উপদ্রব এবং ডেঙ্গু সংক্রমণ নিয়ে সচেতনতামূলক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে শহরের বিভিন্ন এলাকায় মশা নিধনের ঔষধ দেয়ার আহ্বান জানিয়ে চাঁদপুর পৌরসভার দৃষ্টি আর্কষণ করে দ্রুত ব্যবস্থাগ্রহণের দাবি উপস্থাপন করা হয়। এরই প্রেক্ষিতে রোববার (১৩ জুলাই ২০২৫) চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় মাইকিং করা হয়েছে।

মাইকিংয়ে নাগরিকদের বাসাবাড়ির আঙ্গিনা ও ছাদে জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টব, ড্রাম ও ডাবের খোসাসহ যে কোনো স্থানে পানি জমতে না দেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করা হয়েছে। ক্রমবর্ধমান ডেঙ্গু ঝুঁকি কমাতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়