প্রকাশ : ১৭ জুন ২০২১, ১১:৩৮
চাঁদপুরে আক্রান্ত পাঁচ হাজার ছাড়ালো, একদিনে শনাক্ত ১৯
১৭ জুন বুধবার চাঁদপুরে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার হচ্ছে ২০.২১ ভাগ। এদিকে নতুন আক্রান্ত এই ১৯ জনসহ চাঁদপুরে গত বছর ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো।
|আরো খবর
নতুন আক্রান্ত হওয়া ১৯ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৭, শাহরাস্তিতে ৪, ফরিদগঞ্জে ৪, মতলব দক্ষিণে ২, হাজীগঞ্জে ১ ও লক্ষ্মীপুর জেলায় ১ জন। চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল বুধবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে এ রিপোর্ট পাওয়া যায়।
এদিকে নতুন শনাক্ত হওয়া ১৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলো ৫০০৯ জন। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬১৪ জন। মারা গেছেন ১২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৫৩ জন।