বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

হাইমচরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টার প্রশাসন নিরব

অনলাইন ডেস্ক
হাইমচরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টার প্রশাসন নিরব

চাঁদপুরের হাইমচরে কাগজপত্র ঠিক না থাকলেও বীর দর্পেই চলছে ৩টি ডায়াগনস্টিক সেন্টার। প্রশাসনিক ঝাটিকা অভিযান আশপাশের ডায়াগনস্টিক সেন্টারে হলেও এগুলোতে নেই কোন তদারকিও। যদিও সিভিল সার্জন বললেন, দ্রুতই লাইসেন্স যাচাই বাছাই করে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকালে আলগী বাজার এলাকার ওই ৩ ডায়াগনস্টিক সেন্টারে গেলে বীর দর্পে চলার বিষয়টি উঠে আসে।

সেবা প্রত্যাশীদের দাবীর প্রেক্ষিতে, হাইমচরের চর্ম যৌন ও এলার্জী রোগের চিকিৎসা কেন্দ্র নিউ প্যান্যাসীয়া ডায়াগনস্টিক সেন্টার, রীমটাচ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এবং ল্যাব সায়েন্স প্যাথলজি নামক ৩টি প্রতিষ্ঠানে গেলেও কেউই কোন কাগজপত্র দেখাতে পারেননি। তবুও বীর দর্পেই তারা এই ৩ প্রতিষ্ঠান চালিয়ে সাধারণ রোগীদের সাথে চিকিৎসা সেবার নামে দিনের পর দিন প্রতারণা চালিয়ে যাচ্ছেন।হাইমচর হাসপাতাল সড়ক ও বিসমিল্লাহ মিষ্টির দোকানের পাশে এই তিনিটি ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই ৩ প্রতিষ্ঠানের সাথে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত। যার কারনে লাইসেন্স নবায়ন না থাকা ও চিকিৎসাসেবার যথাযথ পরিবেশ না থাকলেও এসব ডায়াগনস্টিক সেন্টারগুলোয় স্বাস্থ্য বিভাগেরও কোনো তদারকি নেই। তারা বিভিন্ন চিকিৎসকদের নামে সাইনবোর্ড ঝুলালেও অনেকেই এগুলোতে চেম্বার করতে আসেন না। প্রশাসনের ঝাটিকা অভিযান আশপাশের ডায়াগনস্টিক সেন্টারে হলেও এই ৩টির ব্যপারে সবাই নিরব ভূমিকা পালন করে।

হাইমচর উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, আমরা কাগজপত্র যাচাই-বাছাইয়ে আলগী বাজারের ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কয়েকদিন আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। সেখানে এ কে মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০হাজার টাকা জরিমানা ও কাগজপত্র সঠিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়, গ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে কাগজপত্র সঠিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে ঐদিন সময় না থাকায় বাকি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের যাওয়া হয়নি।

এদিকে এই প্রতিবেদকের কাছে তথ্য রয়েছে, নিউ প্যান্যাসীয়া ডায়াগনস্টিক সেন্টার, রীমটাচ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এবং ল্যাব সায়েন্স প্যাথলজি নামক এই ৩টি প্রতিষ্ঠান কাগজপত্র ঠিক না রেখে ল্যাব খুলে অবৈধভাবে ডায়গষ্টিক সেন্টার পরিচালনা করছে। তারা রমরমা ব্যবসা চললেও এগুলো কখনোই তদারকি করা হয়না। যখন পাশের কোন ডায়াগনস্টিক সেন্টারে ঝাটিকা অভিযান হয় তখন এই ৩ প্রতিষ্ঠান বাহির থেকে সাঁটার ফেলে রেখে সবাই চলে যায়। পরে অভিযান সংশ্লিষ্টরা বাজার হতে চলে গেলে তারা পুনরায় আবারও বীর দর্পে ব্যবসা চালাতে থাকে।

এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন বলেন, অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার জন্য জেলার সিভিল সার্জনের কাছে জোড় দাবি জানাচ্ছি।

হাইমচরের এই বিষয় চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেনকে অবগত করলে তিনি বলেন, হাইমচরের ওই ৩ প্রতিষ্ঠানে যতই প্রভাবশালী কেউ জড়িত থাকুক। লাইসেন্সবিহীনভাবে কিংবা কাগজপত্র ঠিক না রেখে এবং চিকিৎসা সেবার পরিবেশ না রাখলে ওগুলোর বিষয়েও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়