মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ১৯:১২

কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

মেহেদী হাসান
কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ
কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ

কচুয়ার সর্বপ্রথম পাক্ষিক পত্রিকা ‘কচুয়া কন্ঠ’ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী স্যানিটাইজার, মাস্ক ও অক্সিজেন ফ্লো-মিটার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য মো. শরিফুল ইসলাম মিঠু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনাকালীন সময় থেকে আলোর মশাল সামাজিক যুব সংগঠন করোনা এবং করোনা উপসর্গ রোগীদের সেবা প্রদানের পাশাপাশি লকডাউনে কর্মহীন মানুষদের খাবারের ব্যবস্থা, সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম দেখে আমি এ সংগঠনের প্রতি আকৃষ্ট হই। তাই আমি এ সংগঠনের মাধ্যমে কচুয়া উপজলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিনামূল্যে বিতরনের জন্য স্যানিটাইজার, মাস্ক ও অক্সিজেন ফ্লো-মিটার প্রদান করে আসছি। করোনা সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশ মোঃ হাবিব উল্লাহ হাবিব, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, এইচড্যাব এর মহাসচিব ডাঃ জাকির হোসেন, আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম, সাধারণ সম্পাদক ফরহাদ বকাউলসহ অনান্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়