বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

ফলোআপ : হাজীগঞ্জের ইসলামিয়া মডার্ন হাসপাতাল

সেই প্রসূতির মৃত্যুতে ৫৫ হাজার টাকায় রফাদফা! ফেসবুকে তোলপাড়

সেই প্রসূতির মৃত্যুতে ৫৫ হাজার টাকায় রফাদফা! ফেসবুকে তোলপাড়
কামরুজ্জামান টুটুল ॥

রুজিনা আক্তার (২০) নামের সেই প্রসূতি মৃত্যুর ঘটনা ৫৫ হাজার টাকায় দফারফার অভিযোগ উঠেছে হাজীগঞ্জ মধ্য বাজারের ইসলামিয়া মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তোলপাড়। তবে সত্যিকার অর্থে বিষয়টি নিয়ে গত ৯ এপ্রিল রোববার সুরাহা হয়েছে বলে জানিয়েছেন নিহত নারীর দেবর ও উক্ত হাসপাতালের দায়িত্বে সংশ্লিষ্ট ব্যক্তি।

রুজিনা বাকিলা ইউনিয়নের শ্রীপুর ফজর আলী হাজী বাড়ির ওমান প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী এবং একই উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের খান বাড়ির হাসান খানের মেয়ে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে রুজিনার জাতীয় পরিচয়পত্র নিয়ে মৃত্যুসনদ নিতে বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন রুজিনার আপন দেবর সিএনজি অটোরিকশা চালক শরীফ। তিনি বলেন, শুনেছি গতকাল (রোববার) এ বিষয়ে সমাধান হয়েছে। টাকার পরিমাণ জানতে চাইলে শরীফ জানান, এটা তারা (রুজিনার বাবার পরিবারকে ইঙ্গিত করে) জানে।

একই বিষয়ে ইসলামিয়া মডার্ন হাসপাতালের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম জানান, গত রোববার নিহতের পরিবার এসে লিখিত দিয়ে গেছে-এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। ‘৫৫ হাজার টাকায় রফাদফা’র বিষয়ে জানতে চাইলে বিষয়টি তার জানা নেই বলে মুঠোফোন চাঁদপুর কণ্ঠকে জানান।

এদিকে ইসলামিয়া মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিহত রুজিনার পরিবারের ৫৫ হাজার টাকায় দফারফা হয়েছে এমন অভিযোগ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সোহাগ চমক পাটোয়ারী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হসপিটালে ডাক্তার নামক কসাইর ভুল চিকিৎসায় মৃত প্রসূতির পরিবারের সাথে ৫৫ হাজার টাকায় সমঝোতা’। শাখাওয়াত হোসেন শামীম নামের একজন স্ট্যাটাসে লিখেছেন, ‘চাঁদপুরের হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির মৃত্যুর ঘটনায় ৫৫ হাজার টাকায় সমঝোতা করেছে!’ আরিফ প্রেস নামের একজন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মৃত ব্যক্তির লোকদের সাথে ইসলামিয়া মডার্ন হাসপাতালের ৫৫ হাজার টাকার সমঝোতা!’ প্রিয় চাঁদপুর নামের একটি লাইক পেজের স্ট্যাটাসে লিখেছে, ‘কনডম দিয়ে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হসপিটাল কর্তৃপক্ষের ৫৫ হাজার টাকায় রফাদফা!!’

উল্লেখ্য, রুজিনা নামের এই নারীর সিজারে রক্তক্ষরণ বন্ধ করতে জরায়ু কনডম দিয়ে সেলাই দেয়ার কারণে মৃত্যু হয়েছে বলে নিহত প্রসূতি পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে। রোগী মৃত্যুর ঘটনাটি ঘটে গত বুধবার রাতে। তবে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে কনডম নয়, কনডম ক্যাথেডার স্থাপন করে রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার জানান, আসলে আমি একটু অসুস্থ, তাই তাদের বসার বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গত রোববার (৯ এপ্রিল) তদন্ত শুরু করেছেন। আর তা চলমান রয়েছে বলে মুঠোফোনে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়