প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা হাসপাতাল পরিদর্শনে আইএমইডির কর্মকর্তা
আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব মাহবুবুর রহমান। রোববার ৬ নভেম্বর দুপুরে তিনি এ হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালকগণ ও শিশু বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, সহকারী পরিচালক ডাঃ সাজেদা বেগম পলিন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আজিজুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার।
|আরো খবর
পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইএমডি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকার চাচ্ছে সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। সরকারের যেসব স্বাস্থ্য সেবা রয়েছে সাধারণ রোগীরা যাতে সে সেবা পায়। এ সেবাগুলোর উন্নয়নে যা যা করা দরকার তা করা হচ্ছে।
তিনি আরো বলেন, মা ও শিশু রোগীরা কীভাবে এই হাসপাতালে সেবা পাচ্ছে তা শিশু ওয়ার্ড দেখে ভালোভাবে অনুধাবন করলাম।