বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:১৯

হসপিটালের অনুষ্ঠানেই স্বাস্থ্যবিধির বালাই নেই!

শাহরাস্তি ব্যুরো
হসপিটালের অনুষ্ঠানেই স্বাস্থ্যবিধির বালাই নেই!

সারাদেশের ন্যায় চাঁদপুরেও বেড়েই চলেছে করোনা। সরকার কর্তৃক বিধিনিষেধ এখনো বলবৎ রয়েছে। নতুন করে করোনার ঝুঁকি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারিভাবে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও উপজেলা পর্যায়ে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অফিস, পাড়া-মহল্লা, হাট-বাজারসহ সবর্ত্রই নেই কোনো করোনা বিষয়ে সচেতনতা। সমাজিক দূরত্ব দূরের কথা মাস্ক পরতেই দেখা যায় না সাধারণ জনগণসহ সমাজের অনেক সচেতন নাগরিককেও। যে যার মতো নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন, স্বাস্থ্যবিধি ভঙ্গ করছেন। জনগণের মিলনমেলা দেখলে মনে হবে এদেশে কোন করোনা নেই। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে-যেই অঙ্গনের মানুষ সাধারণ মানুষকে সচেতন করবেন, তাদের অঙ্গনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

গত ২০ জুন শাহরাস্তি উপজেলার উয়ারুকে মেডিল্যাব হসপিটালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে প্রায় হাজার মানুষের উপস্থিতি ঘটে। এতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের অনেককেই দেখা যায়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুপুরের খাওয়ার ব্যবস্থাও করা হয়। এ অনুষ্ঠানে সমাজের সাধারণ জনগণসহ উপস্থিত অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। মঞ্চে উপস্থিত কিছু অতিথির মুখে মাস্ক থাকলেও তা আবার নাকে, মুখে না দিয়ে দাড়িতে লাগিয়ে রাখা হয়। সামাজিক দূরত্ব দূরের কথা গাঁদাগাঁদি করে বসতে দেখা গেছে আগত অতিথিদের। এছাড়া খাবার নিয়ে কাড়াকাড়ি ছিল চোখে পড়ার মতো। হসপিটাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে কোনো পদক্ষেপ চোখে পড়ে নি। অনেকেই মনে করেন করোনার এই সময়ে হাসপিটাল কর্তৃপক্ষ আরো সচেতন হলে ভালো হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়