প্রকাশ : ০৯ জুন ২০২২, ১৯:৩৩
ফরিদগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা
আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন। এই ক্যম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এই ক্যম্পেইন আগামী ১২ জুন থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
|আরো খবর
এ উপলক্ষে ৯ জুন বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও আরএমও ডা. কামরুল হাছান’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।