প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ২০:২৫
চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ৭ এপ্রিল দিবসটি উদ্যাপন উপলক্ষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে র্যালি, আলোচনা সভা ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
|আরো খবর
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে সকাল ১০টায় র্যালি বের হয়। পরে আলোচনা সভা এবং হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ নাসির উদ্দিন সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশীদ।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছাহুরুল্লাহ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ তন্ময় বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মোঃ ইউসুফ সহ আরো অনেকে।