মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১:০২

টি-শার্ট ও ক্যাপ বিতরণ

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

অনলাইন ডেস্ক
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চাঁদপুর শহরের রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিশু শিক্ষার্থীদের ৭০টি টি-শার্ট ও মাথার ক্যাপ বিতরণ করা হয়। রেলওয়ে কিন্ডারগার্টেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

ক্লাব সদস্যরা বলেন, শরীর সুস্থ থাকা জীবনের জন্যে অপরিহার্য। কিন্তু অনেকেই ভুলে যাই, মন সুস্থ না থাকলে শরীরের সুস্থতা অর্থহীন। মানসিক স্বাস্থ্য মানে শুধু দুঃখ না থাকা নয়, বরং মন ভালো থাকা, ইতিবাচক চিন্তা করা, নিজের ও অন্যের অনুভূতি বুঝে চলা। আজকের এই ব্যস্ত জীবনে প্রতিযোগিতা, হতাশা, সামাজিক চাপ, অভাবের ভেতরেও নিজেকে সুস্থ রাখাটাই মানসিক সুস্থতার লক্ষণ। আমাদের মানসিক সুস্থতা থাকলে সর্বদা হাসি-খুশি থাকতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে, খেলাধুলা, বিশ্রাম নেয়া, ভালো জামা-কাপড় পরতে হবে। ভালো নতুন জামা-কাপড় পরলে অনেক সময় মন শান্ত থাকে। কোথাও ঘুরতে গেলে আমরা পরিচ্ছন্ন ও নতুন জামা পরে যাই। কারণ মনকে শান্ত ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পরিচ্ছন্ন পোশাক পরা দরকার। তোমরা সবসময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্যে চেষ্টা করবে। তোমাদের জন্যে দোয়া রইলো।

ক্লাবের সভাপতি ডালিয়া খানমের সভাপ্রধানে এবং সাবেক সভাপতি মাহমুদা খানমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি নাসরিন আক্তার, সহ-সভাপতি রওশন আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি সাহা, এডিটর ফৌজিয়া পুতুল, সদস্য রুবিনা মরিয়ম ও নুরজাহান সেতু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়