বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ১৬:৫৬

’প্রকৃতি ও জীবন’ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে দু:স্থদের চিকিৎসা প্রদান

’প্রকৃতি ও জীবন’ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে দু:স্থদের চিকিৎসা প্রদান
স্টাফ রিপোর্টার

চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় ৫'শ জন দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র।

২৫ মার্চ শুক্রবার দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের সাপদী আবেদিয়া জলিলীয়া মহিলা মাদরাসায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আই পরিচালক আব্দুর মুকিত মজুমদার বাবু।

আরো উপস্থিত ছিলেন মাদরাসা সুপার মাওঃ ফরিদ আহমেদ, বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বহরদার, ছিদ্দিকুর রহমান নান্নু, নেছার আহম্মদ বহরদার, সোহেল মাষ্টার, হাসান বেপারী, শিক্ষক মোয়াজ্জেম হোসেন জাকির, ছলেমান বহরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোঃ মিজানুর রহমান সরকার জানান, মজুমদার রাবেয়া-মতিন ফাউন্ডেশন ও প্রকৃতি জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি।রোগীকে ব্যবস্থাপত্রের সাথে প্রয়োজনীয় ঔষধও ফ্রী দেয়া হয়েছে।

তিনি বলেন,এই মেডিকেল ক্যাম্পে ৬২ প্রকার ঔষধ দেয় হয়। মেডিকেল টিমে ৬জন এমবিবিএস ডাক্তার এবং ৬জন সহকারী মেডিকেল অফিসার রয়েছে। এই চিকিৎসা সেবা দেশব্যাপী অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়