মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০

পঞ্চাশোর্ধ্ব মানুষ বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন

পঞ্চাশোর্ধ্ব মানুষ বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পঞ্চাশোর্ধ্ব মানুষ বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত মৃতের যে সংখ্যাটি আমরা দেখি, সেখানে ষাটোর্ধ্ব যারা আছেন তারাই বেশি। সেদিন আমরা ষাটোর্ধ্ব ৯১টি মূল্যবান প্রাণ ঝরে যেতে দেখেছি। সেখানে পঞ্চাশোর্ধ্ব ছিলেন ৩০ জন। সব মিলিয়ে ৫০ বছর থেকে ষাটোর্ধ্ব যারা আছেন, তারাই করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন।

তিনি আরও বলেন, ঘরে বয়স্কদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের যারা যুবক রয়েছে তাদের। সুতরাং যুবকদেরকেও আমাদের রক্ষা করতে হবে। তা না হলে যুবকদের মাধ্যমে বয়স্করা আক্রান্ত হবেন।

সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়