বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

দুটি রোটারী ক্লাবের নেতৃত্বে দু নারী চিকিৎসক
নারীকণ্ঠ প্রতিবেদক ॥

চাঁদপুর জেলায় বর্তমানে ৭টি রোটারী ক্লাব রয়েছে। তন্মধ্যে দুটির শীর্ষ নেতৃত্বে এবার দুজন নারী চিকিৎসক অধিষ্ঠিত হয়েছেন। এরা হচ্ছেন যথাক্রমে নুসরাত জাহান মিথেন (জেনারেল ফিজিশিয়ান) ও রাশেদা আক্তার (দন্ত চিকিৎসক)। গত ১ জুলাই ২০২৩ ডাঃ মিথেন মতলব রোটারী ক্লাবের সভাপতির দায়িত্ব এবং রাশেদা আক্তার চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সম্পাদকের দায়িত্ব এক বছরের জন্যে গ্রহণ করেছেন।

ডাঃ নুসরাত জাহান মিথেন মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকার বাসিন্দা। তাঁর স্বামী জিএম কামরুল হাসান, যিনি চাকুরিজীবী। তিনি মতলব উত্তর ও মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন। বর্তমানে বাংলাদেশ পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে কর্মরত। তিনি ২০১৪ সালের ১০ নভেম্বর মতলব রোটারী ক্লাবে সদস্য হিসেবে যোগদান করেন এবং গত প্রায় ৮ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সভাপতি পদে ক্লাব সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। ব্যক্তিজীবনে মানবিক মানুষ হওয়ার ইচ্ছে থেকে তিনি চিকিৎসক হয়েছেন এবং সমাজসেবামূলক কাজে সংশ্লিষ্ট হবার জন্যেই রোটারী ক্লাবের সাথে কাজ করছেন বলে নারীকণ্ঠকে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীদের এগিয়ে যেতে হলে সর্বপ্রথম যেটি দরকার, সেটি হলো তাদের পারিবারিক সহযোগিতা। অন্যান্য সকল প্রতিবন্ধকতা নিরসনে পরিবারকে সর্বদা নারীর পাশে থাকতে হয়। এছাড়াও যুগোপযোগী শিক্ষা, সুস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদিসহ প্রকৃত অর্থে লিঙ্গ বৈষম্যহীন ব্যবস্থায় নারীরা সমুন্নত চিত্তে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং বাংলাদেশ এসডিজি সহ সকল লক্ষ্যমাত্রা সমূহ দৃষ্টান্তসহ অর্জন করতে সমর্থ হবে। ডাঃ মিথেন এক পুত্র সন্তানের জননী।

চাঁদপুর শহরে জন্ম ও বেড়ে ওঠা রাশেদা আক্তার ২০১৫ সালের ১৫ ডিসেম্বর চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবে যোগদান করেন। তিনি চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনস্থ ফেমাস ডেন্টাল কেয়ারের কর্ণধার। সাথে রয়েছেন তাঁর স্বামী মাসুদ হাসান (দন্ত চিকিৎসক)। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ পরিচিতি লাভ করেছেন 'আপন' নামে সমাজসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা ও বহুমুখী কার্যক্রমের কারণে। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিনি এ সংগঠনটির সফল নেতৃত্ব দিয়ে ৩২ বছরের পুরানো চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সম্পাদকের দায়িত্বগ্রহণের সদিচ্ছা প্রকাশ করে সে পদে দায়িত্বও পালন করে চলছেন। তাঁর স্বামীও একই ক্লাবের সদস্য, যিনি এমন শীর্ষ পদে নির্বাচিত হয়েও পেশাগত ব্যস্ততার জন্যে শেষ পর্যন্ত দায়িত্বভার নেননি। রাশেদা আক্তার নারীকণ্ঠকে বলেন, সফলভাবে সম্পাদকের দায়িত্বপালন করতে পারলে ভবিষ্যতে সদস্যরা যদি যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি পদেও দায়িত্বপালন করবো। বাকি আল্লাহর ইচ্ছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়