মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ০০:০০

ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা
অনলাইন ডেস্ক

মানুষের দেহ এক আজব রাসায়নিক কারখানা। প্রতিনিয়ত এতে ঘটছে বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া। এই শারীরবৃত্তীয় রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় উৎপন্ন হয় বিভিন্ন আয়ন বা ইলেক্ট্রোলাইট। ইলেক্ট্রোলাইট বা আয়নের ধনাত্মক বা ঋণাত্মক বৈদ্যুতিক চার্জ থাকে। এই ইলেক্ট্রোলাইটগুলো আসলে বিভিন্ন খনিজ উপাদান যারা খুব স্বল্প পরিমাণে দেহে বিরাজ করে শরীরে বিভিন্ন উপকার কিংবা অপকার সাধন করে।

আমাদের দেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট

* সোডিয়াম

* পটাসিয়াম

* ক্যালসিয়াম

* ম্যাগনেসিয়াম

* ক্লোরাইড

* বাইকার্বোনেট

* ফসফরাস ইত্যাদি

ইলেক্ট্রোলাইট অম্লীয়, ক্ষারকীয় বা নিরপেক্ষ হতে পারে। রক্তে এদের মান পরীক্ষার জন্যে নিম্নলিখিত উপায় অবলম্বন করা যায়

* আয়নাইজড ক্যালসিয়াম

* সিরাম ক্যালসিয়াম

* সিরাম ক্লোরাইড

* সিরাম ম্যাগনেসিয়াম

* সিরাম পটাশিয়াম

* সিরাম সোডিয়াম

* সিরাম ফসফেট

* সিরাম ইলেক্ট্রোলাইট ইত্যাদি।

মানবদেহে ইলেক্ট্রোলাইটের ভূমিকা

* শরীরের পেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ

* হৃদপেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ

* শরীরে পানি-সাম্য নিয়ন্ত্রণ

* স্নায়ুতন্ত্রের সংবেদন পরিবহণ নিয়ন্ত্রণ

* রক্তের পিএইচ নিয়ন্ত্রণ ইত্যাদি।

শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণ

* অতিরিক্ত তাপ ও তাপমাত্রা

* পানিশূন্যতা

* বমি, পাতলা পায়খানা, রক্তক্ষরণ

* কিডনি ফেইলিওর

* অগ্নিদাহ

* ইটিং ডিজঅর্ডার

ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার উপসর্গ

* অবসন্নতা

* দ্রুত ও অনিয়মিত হৃৎস্পন্দন

* ত্বকের সংবেদনহীনতা ও ঝিন ঝিন অনুভূতি

* ঘোর ও অচেতনতা, প্রলাপ বকা, বেশি কথা বলা

* অস্থিরতা, অস্বাভাবিক আচরণ করা

* মাংশপেশির দুর্বলতা ও কামড়ে ধরা

* মাথা ব্যথা

* খিঁচুনি

ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতায় করণীয়

* শরীরে বিভিন্ন ইলেক্ট্রোলাইটের রক্তমান পরীক্ষা করা

* ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণ বের করা

* ইলেক্ট্রোলাইট কমে গেলে তা দ্রুত শুধরে নিয়ে স্বাভাবিক মানে ফিরিয়ে আনা

* ইলেক্ট্রোলাইট বেড়ে গেলে ঐ ইলেক্ট্রোলাইট বৃদ্ধির উৎস বন্ধ করে দেয়া

ইলেক্ট্রোলাইট ভারসাম্য স্বাভাবিক করার কয়েকটি প্রক্রিয়া

* মাত্রাভেদে শিরাপথে নরমাল স্যালাইনের মাধ্যমে বা ওরাল স্যালাইন পান করে সেডিয়াম ও ক্লোরাইডের মান স্বাভাবিকীকরণ করা যায়।

* শিরাপথে ল্যাক্টোরাইডের মাধ্যমে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড ইত্যাদি ইলেক্ট্রোরাইডের রক্তমান স্বাভাবিক করা যায়।

* ট্যাবলেট সোডিয়াম ক্লোরাইড ঔষধ হিসেবে, আলগা লবণ পাতে যোগ করে সোডিয়াম ও ক্লোরাইড ঘাটতি পূরণ করা যায়।

* ইলেক্ট্রো-কে সিরাপ এর মাধ্যমে পটাশিয়াম ঘাটতি দূর করা যায়।

* ইঞ্জেকশন কে-২০-এর মাধ্যমে রক্তে পটাশিয়ামণ্ডঘাটতি পূরণ করা যায়।

* ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশনের মাধ্যমে ক্যালসিয়াম ঘাটতি পুরানো যায়।

* যদি রক্তে সোডিয়াম, ক্লোরাইড বেড়ে যায় তবে লবণ গ্রহণে সচেতন হতে হবে এবং আলগা লবণ খাওয়া বন্ধ করতে হবে।

* যদি রক্তে পটাশিয়াম বেড়ে যায় তবে তাজা ফল খাওয়া বন্ধ করে দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়