প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল স্পোর্টস্ একাডেমীর কার্যক্রম দেখতে গেলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক ও শেখ কামাল একাডেমীর তত্ত্বাবধানকারী শেখ আব্দুল মোতালেব। রোববার বিকেলে তিনি একাডেমির খেলোয়াড়দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ আব্দুল মোতালেব চাঁদপুরে প্রতিষ্ঠিত শেখ কামাল একাডেমিতে অনুশীলনরত জেলা সদর ও বিভিন্ন উপজেলার ক্রিকেট খেলোয়াড়দের সাথে প্রিমিয়ার ক্রিকেট লীগসহ অন্যান্য বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি একাডেমির খেলোয়াড়দের আশ^স্ত করেন আগামী মাসে প্রিমিয়ার ক্রিকেট লীগ সম্পন্ন হওয়ার পরে ক্রিকেট টুর্নামেন্ট, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর আবাহনী ক্লাবের সদস্য রবিন পাটোয়ারী, শেখ কামাল স্পোর্টস্ একাডেমীর ক্রিকেট কোচ মোশারফ বাবু, একাডেমীর উদ্যোক্তা রাফসান জানি ও ফজলে রাব্বী। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুস, শিপন, রাকিবুল, আরিফ, রবিন, ইমন, অমিত হাসান, আসিফ, আল-আমিন, সাইফউদ্দিন বাবু, সাফওয়াত, শাওন, ইসমাইল রাব্বি, রায়হান, মাইনুল ইসলাম, সিফাত, শাহাদাত ও রাহুল।
একাডেমিতে অনুশীলনরত কয়েকজন ক্রিকেটার এ প্রতিবেদককে জানান, চাঁদপুরে নতুনভাবে একাডেমি হওয়ার ফলে অনেক উদীয়মান ক্রিকেটার অনুশীলন করার সুযোগ পাবেন। একাডেমিতে বিভিন্ন বয়সী ক্রিকেটাররা অনুশীলন করছেন। এর মাধ্যমে ক্রিকেটাররা আগামীতে ঢাকাসহ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন বলে তারা আশা করেন।