রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
  •   জার্মানিতে কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
  •   ইতালির দ্বীপে নৌকাডুবিতে নিখোঁজ ২১
  •   অভিভাবকহীনতায় দিশেহারা চাঁদপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা
  •   আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০

জেলা ক্রীড়া সংস্থার ক্লাবগুলো অনুদান পেলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
জেলা ক্রীড়া সংস্থার ক্লাবগুলো অনুদান পেলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাবগুলো অনুদান পেলো সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের। ক্লাবগুলোর খেলাধুলার উন্নয়ন ও খেলাধুলার সামগ্রী কেনার জন্যেই এ সহযোগিতা করা হয়েছে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়।

গত ৫ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনে তাঁর উপস্থিতিতে ক্লাব কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি স্বয়ং। এ সময় বিভিন্ন ক্লাবের প্রতিষ্ঠাতাসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রাণালয় থেকে ৫০ হাজার টাকা করে অনুদান পাওয়া ক্লাবগুলো হলো : আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিষ্ণুদী ক্লাব, নতুনবাজার ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, পূর্ব শ্রীরমদী ক্লাব, পশ্চিম শ্রীরামদী ক্রীড়া চক্র, গুয়াখোলা ক্রীড়া চক্র, উদয়ন ক্লাব, অঙ্গনা এসএস ক্রীড়া ও সামাজিক সংগঠন, পাইওনিয়ার ক্লাব, চাঁদপুর ক্রিকেট একাডেমী, ক্রিকেট কোচিং সেন্টার, প্রফেসর পাড়া ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, তালতলা স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, নাজিরপাড়া ক্রীড়া চক্র ও ইয়ুথ ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আউয়ুব আলী বেপারী, ভাই ভাই ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মিজানুর রহমান খান বাদল, সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, আবু তাহের গাজীসহ বিভিন্ন ক্লাবের সদস্যসহ অন্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু আপার ব্যবস্থাপনায় ক্লাবগুলোর খেলাধুলার উন্নয়নের জন্যে সহযোগিতা করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে। ক্লাবগুলো যাতে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে সে ব্যাপারে কর্মকর্তাদেরকে বলা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাবগুলোর কয়েকজন কর্মকর্তা এ প্রতিবেদকের কাছে বলেন, আমরা নিয়মিত মাঠে খেলা চাই। আমাদের মন্ত্রী মহোদয় যদি অনুদানের পাশাপাশি নিয়মিত খেলাধুলা আয়োজনের তাগিদ দিতেন, তাহলে জেলার উদীয়মান খেলোয়াড়রা খেলাধুলার ব্যাপারে অনেক উৎসাহিত হতেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়