রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০

রাজারগাঁও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন

আলমগীর কবির ॥
রাজারগাঁও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন হয়েছে।

গত ১০ জুন রাজারগাঁও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু বালক দলের চ্যাম্পিয়ন হয় ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় আহমাদাবাদ রামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলের চ্যাম্পিয়ন হয় ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্স আপ হয় মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪নং পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রধানীয়া ও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাক উল্যার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী। খেলার উদ্বোধক ছিলেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। বক্তব্য রাখেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, মোঃ মনির হোসেন, লিপিকা পাল, মাহমুদ হাসান, হাজেরা বেগম, বিলকিছ আক্তার, সামছুদ্দিন পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, আছমা আক্তার, অমূল্য চন্দ্র সূত্রধর, মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষক খোরশেদ আলম, এনামুল হক, গোলাম রাব্বানিসহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়