প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু টি-২০ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ
অবশেষে ট্রফি পেলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব
অবশেষে প্রায় ৩ বছর ও ৪ বছর আগে অনুষ্ঠিত দুটি ক্রিকেট খেলার ট্রফি পেলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব। ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২-এ রানার্সআপ ও চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিলো ক্লাবটি। জেলা ক্রীড়া সংস্থা এই ক্লাবের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়েছিলো ক্রিকেট কোচিং সেন্টারকেও। খেলা অনুষ্ঠিত না হওয়ায় চ্যাম্পিয়ন তথা শিরোপাজয়ী দল ঘোষণা করা হয়নি। ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে হেরে ভাই ভাই স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়।
৮ জুন চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অন্ষ্ঠুানে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য রোটাঃ শরীফ মোঃ আশ্রাফুল হক, টিম ডাকাতিয়ার মালিক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব জাকারিয়া ভুইয়া বতু, সহ-সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ডেঙ্গু, প্রতিষ্ঠাতা সদস্য ইয়াকুব বিন ছায়েদ লিটন, কানাই লাল ঘোষ, কৃষ্ণা চন্দ্র সাহা, ক্লাব কর্মকতা বাপ্পি সাহা, ফজল প্রধানিয়া, জুলহাস আহমেদ জুয়েল, মোঃ আলম, মোঃ ফরহাদসহ প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদলের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল ও ক্রিকেট লীগের আয়োজন করা হলে আমরা নিয়মিত অংশগ্রহণ করে থাকি। আমরা শনিবার বিকেলে যে ট্রফি পেয়েছি সেই ট্রফির খেলাগুলো অনেক আগেই শেষ হয়েছে। আমরা জেলা ক্রীড়া সংস্থার কাছে আশা করবো, আগামীতে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেনো লীগ ও টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়।