শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিবেদক ॥
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ চলমান রয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। প্রশিক্ষণ চলছে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের পুকুরে।

৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণ চলমান রয়েছে। ৩০ জন প্রশিক্ষণার্থী হলেন : কবির, দুর্জয়, অজয়, দুর্জয় সরকার, শাকের, রায়হান, পৃথিবী দত্ত, ইয়ামিন, ইহান, তুষার, গৌতম, শাহাদাত, ফাহিম খান, মোঃ নিহাজ, শেখ মাহিম ঢালী, মোঃ রাকিবুল, মোঃ আরাফাত পাটোয়ারী, লিকন শীল, আব্দুর সাত্তার, তামিম গাজী, তাজবির, রিজু, তানভীর, হৃদয় চৌধুরী, সামিউল বশর, মোঃ সিয়াম, ওয়াজেদ শেখ, সিয়াম, তাহিন, ফরহাদ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দূরপাল্লার সাঁতারু বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ওমর ফারুক, ক্রীড়া শিক্ষক, বাবুরহাট হাই স্কুল ও কলেজ চাঁদপুর। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত। আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সাঁতার পরিষদের সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।

জেলা ক্রীড়া অফিসার চলমান সাঁতার প্রশিক্ষণ নিয়ে এ প্রতিবেদককে জানান, নদী মাতৃক চাঁদপুর জেলায় সবার জন্যে সাঁতার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তাগিদ থেকেই আমার ৩০ জন ছাত্রকে বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতারে দক্ষ করে তোলা হচ্ছে। যার ফলস্বরূপ সামনের দিনে অনুষ্ঠিতব্য সাঁতারের সকল ইভেন্টে এই প্রশিক্ষিত ৩০ জন প্রশিক্ষণার্থী ভালো করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাঁতার প্রশিক্ষক সানাউল্লাহ খান বলেন, জেলা ক্রীড়া অফিসের এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন সাঁতারু বের করে আনার লক্ষ্যে কাজ করছি। তিনি এ ধরনের প্রশিক্ষণ যেনো প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে এর জন্যে জেলা ক্রীড়া অফিসারকে অনুরোধ করেন। আগামী ০১-০৬-২০২৪ তারিখে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হবে।

এই প্রশিক্ষণের বিষয়ে চাঁদপুর সাঁতার পরিষদের সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত এ প্রতিবেদককে বলেন, জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগকে আমি সপ্রশংস অভিব্যক্তিতে সাধুবাদ জানতে চাই। আমাদের সীমাবদ্ধতা ও সামর্থ্যরে বিপরীতে জেলা ক্রীড়া অফিস যথার্থ কাজটিই করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়