সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০

ঢাকায় জাতীয় পর্যায়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

সেমি-ফাইনালে বিদায় নিলো গতবারের রানার্সআপ গণি মডেল হাই স্কুল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
সেমি-ফাইনালে বিদায় নিলো গতবারের রানার্সআপ গণি মডেল হাই স্কুল

ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ২০২৩ সালের রানার্সআপ হওয়া চাঁদপুরের গণি মডেল হাই স্কুলের ক্রিকেট দল। ২৫ মে সেমিফাইনালে পিরোজপুরের গভর্নমেন্ট হাই স্কুলের সাথে হেরেই জাতীয় পর্যায় থেকে বিদায় নিয়ে দলটি চাঁদপুর এসে পৌঁছেছে।

২৫ মে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুইমিংপুল লাগোয়া মাঠে সেমি-ফাইনালে খেলতে নামে চাঁদপুর গণি মডেল হাই স্কুল ও পিরোজপুরের দলটি। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গণি মডেল হাই স্কুল। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে চাঁদপুরের দল ৩৭ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে গোলাম রাব্বানী ২১, সাফি ১৭, মুসফিক ১০ ও রুদ্র ১০ রান করেন।

পিরোজপুরের ক্রিকেট দলটি ৯৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চাঁদপুরের দলটি শুরুতেই ভালো বোলিং করেছিল। ৭৪ রানে ওই দলের ৮ উইকেট তুলে নিলেও শেষ ব্যাটিং জুটির কারণে চাঁদপুরকে বিদায় নিতে হয় শূন্য হাতে। আর চাঁদপুরকে হারিয়ে জাতীয় পর্যায়ের স্কুল টুর্নামেন্টের ফাইনালে উঠে পিরোজপুরের দলটি। রোববার তারা ফাইনালে অংশ নিয়েছিলো।

এর আগে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলেই এবারের টুর্নামেন্টে ২য় রাউন্ডসহ সেমি-ফাইনালে উঠে গণি মডেল হাইস্কুল। চাঁদপুরের এ দলটি ঢাকায় রাউন্ড পর্বেও ১ম খেলায় প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে আফতাবনগর হাই স্কুলকে ১০ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনালে চাঁদপুরের দলটি সিলেট হাতেম আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমি-ফাইনালে উঠে। গত ৭ মে কুমিল্লা ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বিভাগীয় রাউন্ডের চূড়ান্ত খেলায় কুমিল্লা হাই স্কুলকে ৩ উইকেটে হারিয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় গণি মডেল হাই স্কুল।

কুমিল্লায় চূড়ান্ত পর্বের খেলায় কুমিল্লা হাই স্কুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ১৯ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ৮৮ রান করেন। বল হাতে চাঁদপুরের রাফিদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রানে ৪টি উইকেট তুলে নেন। চাঁদপুর গণি হাই স্কুল ৮৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান করে। ব্যাট হাতে হিমেল ২৮ ও ফারহান চৌধুরী ২৩ রান করেন।

এর আগে একই ভেন্যুতে ৪ মে রোববার বান্দরবান জেলা হাই স্কুলকে ১০ উইকেটে হারিয়ে বিভাগীয় রাউন্ডের চূড়ান্ত পর্যায়ে খেলার সুযোগ পায় গণি স্কুল।

কুমিল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বান্দরবান জেলা হাইস্কুল। তারা নির্ধারিত ৪০ ওভারের মধ্যে মাত্র ৩৩ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ৫২ রান করেন। বল হাতে চাঁদপুরের অনিমেশ ৪টি এবং সিফাত ও রাফিদ ২টি করে উইকেট নেয়। চাঁদপুর গণি মডেল হাই স্কুল ৫৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৭ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে শফিক ২৪ রান ও মাহফুজ ১৫ রান করেন।

চাঁদপুরের দলটি ২য় রাউন্ডের খেলায় চাঁদপুর স্টেডিয়ামে চট্টগ্রামের ১টি স্কুলের সাথে লড়ে এবং সেই খেলাতেও জয়লাভ করে। ওইদিন মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের শিক্ষকসহ বিদ্যালয়ের সাবেক ছাত্ররাসহ অভিভাবকগণ।

চাঁদপুর গণি মডেল হাই স্কুল জেলা পর্যায়ে আল-আমিন একাডেমীর সাথে ৪ উইকেটে, হাসান আলী হাই স্কুলের সাথে ১৬৩ রানে, পুরাণবাজার মধুসূদন হাইস্কুলের সাথে ১২৫ রানে এবং জেলা পর্যায়ের ফাইনালে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে ১৭৪ রানে জয়লাভ করে।

গণি মডেল হাইস্কুলের খেলোয়াড়রা হলেন : সাফি, আয়ান, রাফিদ, ইলিয়াছ, মুনতাসির, সিফাত, নাফি, ইয়াসিন, ফারদিন (১ ) ও ফারদিন (২)। কোচ পলাশ কুমার সোম।

চাঁদপুর গণি মডেল হাই স্কুলের দলটি যেনো জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠে সেজন্যে জেলাবাসী এবং ক্রীড়া সংগঠকরা দলের প্রতি অগ্রিম অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু অনেক ক্রীড়া সংগঠক এ প্রতিবেদককে জানিয়েছেন, স্কুলের ক্রীড়া শিক্ষকের অভিজ্ঞতার অভাব ছিলো বিধায় এবং আরো কিছু কারণে দলটি ফাইনালে আর উঠতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়